আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মপাশায় এক জেলের ভাসমান লাশ উদ্ধার

মোবারক হোসাইন ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গেরিয়াপাড়া গ্রামের সামনের গেরিয়ারবন্দ থেকে শুক্রবার দুপুরে আবদুল মান্নান (৪০)নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ তাঁর বাড়ি উপজেলার গেরিয়াপাড়া গ্রামে।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আফসার আহমদ বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গেরিয়াপাড়া গ্রামের জেলে আবদুল মান্নান শুক্রবার সকাল নয়টার দিকে নিজ গ্রামের সামনের গেরিয়ার বন্দ নামক স্থানে ঠেলাজাল নিয়ে মাছ শিকার করতে যান। ওইদিন সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ওই জেলের লাশ গেরিয়ার বন্দে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়।খবর পেয়ে ওইদিন দুপুর ১২টার দিকে সেখান থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়। ওই জেলে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে। এই মৃত্যু নিয়ে ওই জেলের পরিবারের সদস্যদের কারও কোনোরকম অভিযোগ না থাকায় এবং ময়না তদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় আবদুল মান্নানের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ