আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে জ্যান্ত কৈ মাছ শফিকুলের গলার ভিতর

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাছ শিকারে গিয়ে শফিকুল ইসলাম (২০) নামে এ যুবকের গলায় ঢুকল জ্যান্ত কৈ মাছ। অবশেষে দীর্ঘ সময় নিয়ে গলা কেটে অস্ত্রোপচার করে বের করা হয় মাছটি।
চাঞ্চল্যকর এ ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
উপজেলার নোয়াবাদ দর্গাভিটা গ্রামের আবদুল হাকিমের ছেলে শফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে ধরা পড়ে একটি কৈ মাছ।
মাছটি মুখে রেখে পায়ের তলায় ধরা পড়া আরেকটি মাছ উদ্ধারের সময় অসাবধানতাবশত মুখের জ্যান্ত কৈ মাছটি গলায় ঢুকে যায়।

এ ঘটনায় শফিকুল ইসলাম মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে সন্ধ্যার পর নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক দীর্ঘ প্রচেষ্টার পর গলার একাংশ কেটে কৈ মাছটি বের করতে সক্ষম হন।
শফিকুল ইসলাম বর্তমানে মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। শফিকুল স্থানীয় একটি ডেইরি ফার্মের কর্মচারী। গত কয়েকদিন ধরে তিনি ছুটি কাটাতে বাড়িতে রয়েছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ