কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহত ওই অটোরিকশা চালক নাগেশ্বরী উপজেলার বাঘডাঙ্গা এলাকার মৃত আবুল মাস্টারের ছেলে বলে জানা গেছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজারহাট থেকে ঘরিয়ালডাঙ্গাগামী একটি অটোরিকশার সাথে রাজারহাটগামী অপর একটি অটোরিকশার আমেরতল নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply