আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ধর্মপাশার জয়শ্রী বাজার সংলগ্ন ধারাম হাওরে ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনায় এক বৃদ্ধ নিখোঁজ

মোবারক হোসাইন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন ধারাম হাওরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এতে নৌকায় থাকা ছয়জন ব্যক্তির মধ্যে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামে

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের ছয়জন ব্যক্তি পাশাবর্তী দূর্গাপুর গ্রামে এক আত্বীয়ের বাড়িতে ইঞ্জিনচালিত
ছোট্ট একটি ট্রলারে করে রওয়ানা দেন। পথিমধ্যে ওইদিন সন্ধ্যা সাতটার দিকে ট্রলারটি জয়শ্রী বাজার সযলগ্ন ধারাম হাওরে পোঁছা মাত্রই হাওরের প্রবল ঢেউয়েএই ট্রলারটি ডুবে যায়।
আশপাশের লোকজন এসে ছয়জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করলেও মকবুল হোসেন (৭০)নামের এক বদ্ধ নিখোঁজ রয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্ঠা চালিয়ে আসছেন।

ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ট্রলারডুবির ঘটনার খবর পাোয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুৃলিশ পাঠানো হয়েছে।থানা পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন নিখোঁজ থাকা ব্যক্তিকে উদ্ধারের চেষ্ঠা চালিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category