আজ ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে বিশ্ব নদী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘রাজনৈতিক সদিচ্ছার অভাবে অবৈধ নদী দখল, বালু উত্তোলনে নদীর গতিপথ পরিবর্তনে তীব্র ভাঙ্গন রোধ ও স্বাভাবিক পানি প্রবাহের দাবিতে’ এক আলোচনা সভা উলিপুর প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি।
তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম ও উলিপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
এ সময় উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সহিদুল আলম বাবুল, সাংবাদিক মোন্নাফ আলী, মনজুরুল হান্নান, মমতাজুল হাসান করিমী, নূরবক্ত মিঞা, মানবতার ঘর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ