আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিনন্দে সাপ্তাহিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু


স্টাফ রিপোর্টার: মহিনন্দে সাপ্তাহিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। বুধবার বাদ মাগরিব হতে এশা পর্যন্ত মহিনন্দ নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে তাফসির পেশ করেন আলজামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাও.শামছুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জামিয়ার সাবেক শিক্ষক মাও.ইস্কান্দার আলী,মাও.আলী হুসাইন,সুরাটি ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও.আ.কদ্দুছ, তালজাংগা আলিম মাদরাসার প্রভাষক মাও.আব্দুল্লাহ আল মামুন,নান্দাইল জাহাঙ্গীরপুর সিনিয়র মাদরাসার প্রভাষক আবুল হাশেম, নয়াপাড়া জামে মসজিদের ইমাম মাও. শাহজাহান,মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদীসহ স্থানীয় উলামায়ে কেরামগণ, বিভিন্ন মসজিদের মুসুল্লিগন।পরে দেশ ও জাতির মংগল কামনা করে বিশেষ দুয়া করা হয়। জানা গেছে সপ্তাহের প্রতি বুধবার দিন বাদ মাগরিব হতে এশা পযন্ত পবিত্র কুরআনুল কারীমের নিয়মিত তাফসির চলমান থাকবে বলে মসজিদ কমিটি জানিয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ