কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভারসহ এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি একটি চৌকস আভিযানিক টিম।
গ্রেফতারকৃত অস্ত্র কারবারী যুবক মো. ফখরুল আলম (মুক্তার) তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে।
রোববার ( ৪ অক্টোবর ) রাত সাড়ে ৯টার দিকে ইংল্যান্ডে তৈরী একটি রিভলভার বিক্রির সময় হাতেনাতে তাড়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তিনি দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।