কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শুক্রবার ৯ অক্টোবর সকাল ১১টার দিকে শালুক তুলতে গিয়ে দুই সিশুর সলিল সমাধি হয়েছে । মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বন্দবের ইউনিয়নের পুরারচর গ্রামের বাসিন্দা ভ্যানচালক ছলিম উদ্দিনের কন্যা আমেনা খাতুন (৮) এবং একই এলাকার শ্রমিক হাফিজুর রহমানের কন্যা জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশে একটি জলাশয়ে শালুক তুলতে যায়। এ সময় জলাশয়ের একটি গভীর খালে দু’জনে পড়ে ডুবে যায়। দূর থেকে স্থানীয়রা তাদের ডুবে যাওয়ার দৃশ্য দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু দু’টির মৃত্যু হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু দু’টি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।