আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ফারুকুজ্জামান কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন-নিপীড়নের
প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ অক্টোবর সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে সুশাসনের জন্য নাগরিক
(সুজন) জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এতে সংগঠনের সদস্যরা ছাড়াও নানা
শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেয়।
সুজন-জেলা কমিটির সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী
নাসিরউদ্দীন ফারুকী, মানবাধিকার আইনজীবী হামিদা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাংগঠনি সম্পাদক তাহমিনা ইসলাম বিউটি, দপ্তর সম্পাদক ডাঃ রুবি ইসলাম, সুজন-জেলা কমিটির
সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ আশরাফ
উদ্দিন দুলাল, নারনেত্রী হাসিনা হায়দার চামেলী, দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাজহার মান্না, সুজন-জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল প্রমুখ।


বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনা বর্বরোচিত। দেশে
বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনা বেড়েই চলছে। যা দেশ ও জাতির জন্য
অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে। এর লাগাম অবশ্যই টেনে ধরতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি
মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন এখন সময়ের দাবি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ