আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে রিভলভারসহ আটক-১

কিশোরগঞ্জের নিকলী থানাধীন সিংপুর ইউনিয়নের ডুবি এলাকা হতে ১ টি বিদেশী রিভলবার এবং ১ রাইন্ড গুলি’সহ অস্ত্রধারী ১জনকে আটক করেছ।

র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানাধীন সিংপুর ইউনিয়নের ডুবি এলাকায় কতিপয় ব্যক্তি দিনে-দুপুরে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছে। অদ্য ১২ অক্টোবর ২০২০ খ্রিঃ অনুমান ১৩.১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন সিংপুর ইউনিয়নের ডুবি এলাকা হতে অস্ত্রধারী মোহাম্মদউল্লাহ (৩৮), পিতা- মোঃ সামসুদ্দিন , সাং- ডুবি, ইউপি- সিংপুর থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ’কে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ০১ (এক) টি আমেরিকার ঙ্তরী বিদেশী রিভলবার এবং ০১(এক) রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধের জেরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ