আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে সুশাসন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও প্রধানমন্ত্রী কর্তৃক দুর্যোগ সহনীয় বাসগৃহ অনুষ্ঠানটি বিটিভি’র মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করেন উপস্থিতরা।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ