আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের পৌর এলাকার বকসী পাড়ায় বাঁশঝাড় থেকে মোছা. লিমু (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নিহতের বাড়ির পাশে বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিমুর বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি পাশাপাশি এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। নিহত লিমু ওই এলাকার কামরুজ্জামানের স্ত্রী। তার স্বামী ও পরিবারের লোকজন জানায়, লিমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে কীটনাশক পান করার প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ