আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মিনি নাইট ফুলবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মেয়র মাহমুদ পারভেজ

কিশোরগঞ্জের শহরের চরশোলাকিয়া বাগপাড়া বাগানবাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

শুক্রবার রাতে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের সভাপতি মোঃ ফারুকুজ্জামানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ রতন মিয়ার পরিচালনায় টুর্নামেন্ট
বিশেষ অতিধি হিসাবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ,কিশোরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক রবিন,আলামিন মাড়াই কল ইন্ডাষ্ট্রিজের সত্ত্বাধিকারী মোঃ আলামিন,আলফা সকার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন।

চরশোলাকিয়া বাগপাড়া “বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের আয়োজনে স্হানীয় ফুলবল খেলার মাঠে টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় কিং স্টার
বনাম বারিক ইছামউদ্দিন স্মৃতি সংসদ অংশ নেন।

কিং স্টার দলকে ৩-১ গোলে হারায়।

মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে ষোলটি দল অংশ নিচ্ছে-
কিং স্টার,বারিক ইছামউদ্দিন স্মৃতি সংসদ,রুমেল স্পোর্টিং ক্লাব,ফারুক স্মৃতি সংসদ,বয়ালা স্পোর্টিং ক্লাব,মধ্য কলাপাড়া স্পোর্টিং ক্লাব,জাগরণ স্পোর্টিং ক্লাব,ফুটন্ত কলি স্পোর্টিং ক্লাব,গাইটাল নামাপাড়া FC, বন্ধুমহল,রক্ত কনিকা ব্লাড ডোনার ক্লাব,গুলশান মোড় ফুলটব একাদশ, দুরন্ত ক্রীড়া চক্র,স্বপ্নের পথে যুব সংঙ্গ,খানিকাটা জুনিয়র স্পোর্টিং ক্লাব,গাছবাজার স্পোর্টস একাডেমি।

আগামী ৩০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল হবে।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক হাদিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় খেলা অনুষ্টিত হয়।
মিনি নাইট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন” সুস্হ্য দেহে সুন্দর মন খেরাধুলায় বাড়ে বল ” খেলাধুলায় যুব সমাজকে মরনব্যধি মাদকের ছোঁবল থেকে রক্ষা করে।প্রধান অতিধি মেয়র মাহমুদ পারভেজ ছেলেদেরকে খেলা প্রতি উৎসাহিত করেন।

এ সময় উপস্হিত ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার আব্দুল আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম তুহিন,হাজ্বী তৌফিকুল ইসলাম নভেল মোঃ জুয়েলুর রহমান জুয়েল প্রমুখ।
খেলার শুরুতেই প্রধান অতিধি মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
খেলার মাঠসহ পুরো এলাকায় উৎসব মূখর পরিবেশ ছিল ও বিভিন্ন এলাকার ফুটবল প্রেমীরা উদ্বোধনী খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category