আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিষ্প্রয়োজন-সুলেখা আক্তার শান্তা

প্রতিদিন সংবাদ ডেস্ক:
হৃদয়ে আছো তুমি
তবে কেন গেলে চলে দূরে,
অস্তিত্বে চেতনায় অনুভবে তুমি।
তোমার স্মৃতি বয়ে বেড়াই অহনিশি।
আহত হৃদয়ের রক্তক্ষরণ,
আমাকে কুরে কুরে খায়,
শুনতে কি পাও আর্তনাদ।
ভালোবাসা উন্মেষ ছিলে তো তুমি
দিলে আঘাতে আঘাতে পূর্ণ করে
এ কেমন বিপরীত জীবনধারায়।
প্রবাহমান সহজাত জীবনে স্বাভাবিকতা,
তোমায় ছাড়া পারিনা একদন্ডও থাকতে।
তোমার বেদনায় হৃদয় ভস্মীভূত হয়।
পারছো তুমি আমায় ছাড়া থাকতে
আমাকে তোমার এখন নিষ্প্রয়োজন।
তোমার স্মৃতি আগলে কাটবে সময়
অবলম্বন সেই অনুভূতি নিয়ে।
কাটাবো জীবনের অনন্ত সময়,
উচ্চারিত হবে না ভালোবাসি তোমায়।
তুমি যদি নিজেকে নিয়ে ভালো থাকো
অযাচিত কেন হব তোমার যন্ত্রণা।

লেখক – সুলেখা আক্তার শান্তা

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ