কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ কেজি ২৫০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর শঠিবাড়ী এলাকার আব্দুস সোবহানের পুত্র ওমর ফারুক ও মাইদুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারীহাট এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি ২৫০গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শনিবার দুপুরে নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।আসল
Leave a Reply