আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি খোকন সম্পাদক শফিকুল


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল থেকে সাজ সাজ রবে ভরে উঠেছিল মাঠ। নৌকার জয়গানে মুখরিত ছিল কাদিরজঙ্গল ইউনিয়ন। এ সম্মেলন শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটে আলী আসকর খোকনকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক এজিএস মোঃ আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুজ্জামান পুটন, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আঃ ছালাম,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ ইবাদুর রহমান শামীম চেয়ারম্যান,কিরাটন ইউনিয়ন পরিষদ, মোঃ কামরুল হাসান কাঞ্চন সাবেক চেয়ারম্যান,বারঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলী আসকর খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম।
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ
০১৭১০০৯৬৭২৫

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ