কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক ও
শিক্ষাবিদ শহীদ এবি মহিউদ্দিন আহমেদের ৪৯ তম শাহাদাৎবার্ষিকী
মঙ্গলবার (১০ নভেম্বর)। এ উপলক্ষে মঙ্গলবার সকালে (১০ নভেম্বর) কিশোরগঞ্জ
থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসর শহীদ
পরিবার ও স্বজনদের আয়োজনে আলোচনাসভার আয়োজন করা হবে বলে
জানিয়েছেন শহীদ পরিবারের জামাতা বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত উদ্দিন
ভূঁইয়া।
কিশোরগঞ্জ ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব
রেজা জানান, ১৯৭১ সালের ১০ নভেম্বর তারিখে কিশোরগঞ্জ
কাঁচারীবাজার মসজিদের কাছ থেকে এবি মহিউদ্দিন আহমেদকে ধরে
নিয়ে যায় আলবদর কমান্ডার অ্যডভোকেট জহিরুল হকের নেতৃত্বে তার
সঙ্গীয় রাজাকাররা। ওই দিনই এবি মহি উদ্দিন আহমেদকে হত্যা করা হয়।