আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কটিয়াদীতে ধানক্ষেতে মিলল যুবতীর মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত এক যুবতীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ধানক্ষেতে যুবতী মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ধর্ষণ শেষে হত্যার পর মরদেহটি আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশে ধানক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার ওসি এম,এ জলিল বলেন, ধর্ষণের পর অন্য কোথাও হত্যা করে রাতের কোন এক সময় স্কুল সংলগ্ন ধানক্ষেতের পাশে মরদেহ ফেলে যেতে পারে।
মরদেহের পাশে একটি হাতব্যাগ পাওয়া গেছে। ব্যাগের ভিতরে একটি বোরকা ছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়া যুবতীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ