আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১১বোতল ফেনসিডিল সহ তাহসিনা বেগম(৩৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটক নারী উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাসেল মাহমুদ এর নেতৃত্বে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম গ্রামে তাহসিনা বেগমকে তার ননদের পরিত্যক্ত বাড়ি থেকে ১১ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

বুধবার(২৫ নভেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ