কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে তিনদিন ব্যাপী অ্যাডভোকেসি,লবিং এবং নিগোসিয়েশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ ৩০ নভেম্বর সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে নিউজ নেটওয়ার্ক ও উদয়ঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) এর উদ্যোগে তিনদিন ব্যাপি অ্যাডভোকেসি,লবিং এবং নিগোসিয়েশন প্রশিক্ষণ কর্মশালা ২য় ব্যাচের সনদ বিতরন করা হয়।
কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও বি এইচ আরডি এফ কুড়িগ্রামের সহ-সভাপতি মাওলানা মো.নুরবখত এর সভাপতিত্বে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।বক্তব্য রাখেন দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ও বি এইচ আরডি এর কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য ছানানাল বকসী,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মন্জু, ইউ এসএস প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মো.আব্দুর রউফ প্রমুখ। তিনদিন ব্যাপী অনুষ্টানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল।
কর্মশালায় সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি ও এনজিও কর্মী অংশগ্রহন করেন।
Leave a Reply