আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে করোনা সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

 

শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে ‘এই মুহূর্তের ভ্যাকসিন, মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের একরামপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে ক্যাম্পেইনে অন্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র মো. আবু তাহের, জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাফেজ মো. খালেকুজ্জামান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা নাসিব এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক একে নাসিম খান, মোস্তফা কামাল ও আলম সারোয়ার টিটু, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা দোকান মালিক সমিতির যুগ্মআহ্বায়ক পরিতোষ পাল, একরামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল আহাদ মানিক, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শাহ মো. ওয়ালী উল্লাহ যোবায়ের, কিশোরগঞ্জ উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সেলিনা ইয়াসমিন কাকলী, নারীনেত্রী খুজিস্থা বেগম জোনাকী, জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

ক্যাম্পেইনের আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা দোকান মালিক সমিতির যুগ্মআহ্বায়ক মো. ওসমান গণি।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এখন মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই।

এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব।

পরে জেলা প্রশাসক ব্যবসায়ী, শ্রমিক এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category