প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২১, ৯:২১ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণে পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

প্রতিদিন সংবাদ ডেস্ক:
কিশোরগঞ্জ জেলা শহরের ট্রাফিকিং ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পুরাতন থানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর একেএম ইয়াকুব প্রমুখসহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সর্বসাধারণ উপকৃত হবেন।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.