আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পিআইবি’র “সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ” দ্বিতীয় ধাপের কর্মশালা শুরু

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কর্তৃক কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য তিনদিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ” শীর্ষক এক কর্মশালা রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে একশো চল্লিশ জনের মাঝে প্রথম ধাপে সত্তর জন সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ সার্কিট হাউসে ৩৫ জন এবং কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ৩৫ জন করে মোট সত্তর জন সাংবাদিকদেরকে নিয়ে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।

দ্বিতীয় ধাপের কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।

কিশোরগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের প্রশিক্ষক পারভীন এস রাব্বী, চ্যানেল আই’র যুগ্ম বার্তা সম্পাদক হাফসা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান কাজল, এমআরডিআই এর হেড অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম বদরুদ্দোজা বাবু এবং সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সমন্বয়কারী হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন পারভিন সুলতানা বাপ্পি ও নাসিমুল হাসান সহ আরও অনেকে।

উক্ত কর্মশালায় কিশোরগঞ্জ জেলা এবং উপজেলার অনেক সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ