প্রতিদিন সংবাদ ডেস্ক:
আজ(২১ ফেব্রুয়ারি ২০২১ রোজ রবিবার) গৌরবময় ৬৯ তম একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে “একুশ– আমাদের জাতিরাষ্ট্রের প্রথম জন্ম-সিঁড়ি” শীর্ষক এক আলোচনা সভা ঐতিহ্যবাহী পৌর মহিলা মহাবিদ্যালয়, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
“দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়,
দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎময়।।
বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে
বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে
দিছি রক্ত জন্মাবধি সাগর-সাগর নদী-নদী
রক্তে বাংলা লাল কইরাছি-এই কথা তো মিথ্যা নয়।।”
বক্তাগণ বলেন, একুশের ভিত্তি ভূমে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। একুশের রক্তবীজ থেকেই উন্মেষ ঘটেছে আমাদের আরাধ্য প্রকৃত স্বাধীনতা। আমরা বাঙালিরা সুদীর্ঘকাল শতশত বছর বিদেশী রাক্ষসের কাছে বন্দি ছিলাম। ৪৭ এ ইংরেজ রাক্ষসের কাছ থেকে মুক্তি পেয়ে পাকিস্তানি দানবের কাছে নিক্ষিপ্ত হয়েছিলাম। অতপর সেই পাক দানবের হাতে ৩০ লক্ষ বাঙালির জীবণ বিসর্জন দিয়ে পেলাম আসল স্বাধীনতা ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। অতিথি আলোচক আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, আলোচনা করেন সর্ব প্রভাষক শহীদুল ইসলাম রুবেল,বিলাল উদ্দিন আহমেদ, রাজু আহমেদ পিয়াল,বিজয় চন্দ্র, ইকরামুল হক,আব্দুল্লাহ আল মামুন, সোহাগ মিয়া,মোহাম্মদ ফরিদ উদ্দিন । অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল।