আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বপ্নযাত্রা সমাজ সংঘের উদ্যোগে দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টারঃ শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের মহিনন্দে স্বপ্নযাত্রা সমাজ সংঘের উদ্যোগে দোয়া মাহফিল করেছে। সোমবার রাতে জেলা সদরের মডেল মহিনন্দ ইউপি কমপ্লেক্স ভবন সংলগ্ন স্থানে স্বপ্নযাত্রা সমাজ সংঘের কার্যায়ে এ দুয়া করা হয়। স্বপ্নযাত্রা সমাজ সংঘের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুল কবিরের সভাপতিত্বে অতিথি হিসাবে আলোচনা করেন গাইটাল আন্ত বাস টার্মিনাল মসজিদের খতিব মাও. ফখরুদ্দিন। এ সময় মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলী, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি সাদেকুর রহমান,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী,সংগঠনের উপদেষ্টা সমাজ কর্মী মো. আরিফুজ্জামান নোমান, আহবায়ক আজহারুল ইসলাম জামান, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, মো. শাহজাহান, সদস্য সচিব সালাহ উদ্দিন মো. নাঈম, কোষাধ্যক্ষ শাহবিয়া আলম নাদিম, কার্যকরী সদস্য মো. রাজু মিয়া, মোঃ উবাইদুল, নাজমুল ইসলাম, মো. শাকিল ও মাও আশরাফুল আলম, মুফতি শফিকুল ইসলামসহ স্বপ্নযাত্রা সমাজ সংঘের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শৃঙ্খলা একতা সামাজিক দায়বদ্ধতা এ শ্লোগানে মহিনন্দ ইউনিয়নে অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবীমুলক স্বপ্নযাত্রা সমাজ সংঘের কার্যক্রম সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ