আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৫০০গ্রাম গাঁজা ও মোবাইল সেট’সহ মাদক ব্যবসায়ী আটক

 

কিশোরগঞ্জ মডেল থানাধীন লতিবাবাদ ইউনিয়নের মুসলিমপাড়া এলাকা হতে ৫০০ (পঁাচশত)
গ্রাম গঁাজা এবং ০১(এক) টি মোবাইল সেট’সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী আটক।

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের
গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন
অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান
পরিচালনা করে থাকে। র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড
দমনের লক্ষ্যে র‍্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে
আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত
অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ
করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত
তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‍্যাবের নিরবিচ্ছিন্ন
গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এপ্রেক্ষিতে অদ্য ০৩
মার্চ ২০২১ খ্রিঃ অনুমান ০১.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল
থানাধীন লতিওবাদ ইউনিয়নের মুসলিমপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল
মিয়া(২৪) পিতা-মোঃ সিরাজ মিয়া, সাং-সাগরা, ইউনিয়ন-রশিদাবাদ, থানা ও জেলা-
কিশোরগঞ্জ’কে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল
৫০০ (পঁাচশত) গ্রাম গঁাজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ০১(এক) টি মোবাইল
সেট’সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে
দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায়
মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ