প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ১১:৩১ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে ১৭১ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস ইয়াবাসহ আটক দুই

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ৩ মার্চ রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে লিটন মিয়ার বাড়ীতে এস আই ছাইফুর রহমানের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, এ সময় ১৭১ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস ইয়াবাসহ বাড়ীর মালিক লিটন মিয়া (২৮) ও সুভাষ চন্দ্র রায়কে (২৭) হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। সুভাষ চন্দ্র রায় একই ইউনিয়নের মধ্য কুটিচন্দ্রখানা গ্রামের ভবেন চন্দ্র রায়ের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে দুই মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
আজ দুপুরে গ্রেপ্তারকৃতের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.