-
- কিশোরগঞ্জ, সারাদেশ
- কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি
- Update Time : মার্চ, ১৫, ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ
- 514 View

কিশোরগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি কেক কেটে উদযাপন হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ মার্চ) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা পাবলিক লাইব্রেরির ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট শেখ ফারুক আহাম্মদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূইয়া ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেছার উদ্দিন খান, যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের প্রমুখ।
আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এ সময় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ