আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিশ্ব যক্ষা দিবসে সচেতনতামূলক সভা ও র‌্যালি

‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতামূলক সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই র‌্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মসূচিতে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে যক্ষা রোগের ব্যাপারে সচেতনতা তৈরিতে বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক মুকুল, সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য এবং আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ