র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন। তিনি সদ্যবিদায়ী লে. কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।
র্যাবের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে কমান্ডার আল মঈন র্যাবের কমিউনিকেশন উইংয়ের পাশাপাশি মুখপাত্রের দায়িত্বও পালন করবেন বলে জানা গেছে। আজ তিনি আশিক বিল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
কমান্ডার খন্দকার আল মঈন ২০০৭ হতে ২০১০ সাল পর্যন্ত র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই র্যাবের মুখপাত্রের দায়িত্ব পান লে. কর্নেল আশিক বিল্লাহ। এর আগে তিনি র্যাব-২ এর অধিনায়কের দায়িত্ব পালন করেন।
Leave a Reply