আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাড়ে ২০ কেজি গাঁজার চালানসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রাইভেট কারে করে পাচারের সময় ময়মনসিংহের নান্দাইল থেকে সাড়ে ২০ কেজি গাঁজার একটি চালানসহ জুনাইদ (২৫), মিলন মিয়া (৩৩) ও মো. সুমন মিয়া (৩১) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (৪ এপ্রিল) দিবাগত রাতে নান্দাইল চৌরাস্তা মোড়ে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প চেকপোস্ট বসিয়ে গাঁজাবাহী প্রাইভেট কারটিসহ তাদের আটক করে।

ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন এই অভিযানে নেতৃত্ব দেন।

আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে জুনাইদ কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের গোছামাড়া গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে, মিলন মিয়া ভৈরবের কমলপুর পশ্চিমপাড়ার মৃত শাহিদ মিয়ার ছেলে এবং মো. সুমন মিয়া একই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, একটি মাদক ব্যবসায়ী চক্র ভৈরব থেকে প্রাইভেট কারে করে গাঁজার একটি বড় চালান নেত্রকোনায় নিয়ে যাচ্ছে।

এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার দিবাগত রাত দেড়টার কিশোরগঞ্জ-নেত্রকোনা সড়কের নান্দাইল চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়।

গাঁজার চালান বহনকারী প্রাইভেট কারটি চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাসি চালিয়ে সাড়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় প্রাইভেট কারে থাকা তিন মাদক ব্যবসায়ী জুনাইদ, মিলন মিয়া ও মো. সুমন মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে নান্দাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ