আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ মো. হাবিব উল্লাহ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. হাবিব উল্লাহ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়ার মৃত আব্দুল মন্নাছের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকায় চেকপোস্ট বসায়।

চেকপোস্ট পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মো. হাবিব উল্লাহকে আটক করে তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ