আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা চলছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, উনার শারীরিক অবস্থা স্থিতিশীল। আর পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে তিনি আছেন।

এর আগে গত ১৪ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিলো।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ