আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশ

স্টাফ রিপোর্টার: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২১ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে সাংবাদিক ওয়ারিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১জুন) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মো. হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক দি ডেইলি কিশোরগঞ্জ টাইমস এর সম্পাদক এবিএম লুৎফুর রশিদ রানা, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি একে নাসিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ নিউজ প্রধান সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ।

কর্মশালা পরিচালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফয়সাল। তিনি জানান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২১ এ কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় ১১১টি ইউনিয়নের মাঝে ২৭৪৪ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের মধ্যে ৫৮ হাজার ৯৩৮ জন শিশু রয়েছে এছাড়াও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লক্ষ ৪৭ হাজার ৭২৩ জন শিশু রয়েছে। ৫জুন ২০২১ থেকে ১৯জুন পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category