আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

চৌহালীতে জাইকার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর

মোঃ ফরহাদ হোসেন চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় করোনা মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।
২১শে জুন সোমবার চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উদ্বোধন হস্তান্তর অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের মিলন, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জাইকার প্রতিনিধি কালীকৃষ্ণ ও ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে এলজিইডি’র কারিগরি সহযোগিতায় করোনা মোকাবেলায় চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের নিকট অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, অক্সিজেন স্যানিটাইজার, পার্লস অক্সিমিটার, ইসিজি মেসিনের যন্ত্রাংস, মনিটর ও আইপিএস হস্তান্তর করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category