আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটবল খেলার ধারাভাষ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাষ্যকারের

 

আসলাম উদ্দিন আহম্মেদ উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাইকে ফুটবল খেলার ভাষ্য  দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আতাউর রহমান আতা (২৩) নামে এক যুবকের প্রাণ গেছে । নিহত যুবকের নাম আতাউর রহমান আতা(২৩)। সে জেলার উলিপুর উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের আঠারপাইকা গ্রামের সাবেত আলীর ছেলে। এ সময় ঐ গ্রামের বিবুরু‌দ্দিনের ছেলে শিমুল মিয়া গুরুতর আহত হয়েছে। জানা গেছে, ২০ জুন র‌বিবার সন্ধ‌্যা ৬টার দিকে উপজেলার বু্ড়াবুড়ী ইউনিয়নের আঠার পাইকা ভা‌টিটা‌রি গ্রামে পার্শ্বব‌র্তী বিদ্যুৎ লাইন থেকে বিদ‌্যুৎসংযোগ নিয়ে মাইক বা‌জিয়ে এলাকার যুবকরা ফুটবল খেল‌ছিল। খেলার সময় একজন খেলোয়াড় ফুটবল‌টি  স্যুট করলে বল‌টি  মাঠের পাশে বিদ‌্যুতের ট্রান্স‌মিটারের তারে  লাগলে মাইকের মাউথপিচে বিদ‌্যুতায়িত হয়।এ সময় খেলার ধারাভাষ্যকার আতাউর রহমান  আতা বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত‌্যু হয়। এ ঘটনায় তার পাশে থাকা শিমুল মিয়া (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়। স্থানীয় ইউ‌পি সদস‌্য আশরাফুল ইসলাম, ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ