-
- সারাদেশ
- চৌহালীতে আ’লীগের প্রয়াত সভাপতি এম মোকদম আলীর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- Update Time : জুন, ২৩, ২০২১, ১২:২৪ অপরাহ্ণ
- 491 View

মোঃ ফরহাদ হোসেন চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সাবেক সভাপতি এম মোকদম আলীর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত। অন্যান্য বছরের তুলনায় করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আজ মঙ্গলবার (২৩ জুন) পালিত হয়েছে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এম মোকদম আলীর ৮ম মৃত্যু বার্ষিকী। তবে দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে জনসমাগম এড়িয়ে সীমিত আকারে দিনটি উদযাপন করেছেন উপজেলা আ’লীগের নেতাকর্মীরা। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত সাবেক সভাপতি এম মোকদম আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী মাস্টার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি নুর হোসেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী সন্জু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, আঃ হাই ভুট্রো, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সাঈদ বিদ্যুৎ, সম্পাদক আবু সাঈদ সরকার। ঘোরজান ইউনিয়ন আ’লীগের সম্পাদক শাহ আলম। খাষপুখুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু দাউদ সরকার, সম্পাদক জাকির হোসেন। বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক নজরুল ইসলাম বাবু। উমারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, সম্পাদক হেলাল বিএসসি, সহ সভাপতি ও উমারপুর ইউপি চেয়ারম্যান ভাঃ আঃ হাকিম বেপারি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম মোল্লা, সম্পাদক আরিফ সরকার। উপজেলা ছাত্রলীগের সভাপতি আঃ রহিম রেজা, সম্পাদক মাইন উদ্দিন মোল্লা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেত্রীবৃন্দ।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ