আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌহালীতে দুইটি সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

 

মোঃ ফরহাদ হোসেন চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জ চৌহালীতে মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে আজ ২৬জুন শনিবার ভোর রাতে চৌহালী থানা পুলিশ এসআই রেজাউল করিম, এএসআই রেজোয়ান মীর এবং নারী কং/৮২৭ রুবিনা আক্তার এর নেতৃত্বে গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০২টি সিআর ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী ১। খৈমুদ্দিন (৫৫) পিতা-মৃত বাহাদুর ফকির, ২। মোছাঃ ছাবিয়া (৪৫), স্বামী মোঃ খৈমুদ্দিন উভয় সাং-মধ্য শিমুলিয়া, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে মধ্য শিমুলিয়া এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান আটক ব্যক্তির বিরুদ্ধে চৌহালী থানায় মামলা রয়েছে তারা দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ