প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২১, ১১:৩২ পূর্বাহ্ণ
ধর্মপাশায় লকডাউনে মাস্ক না পড়া ও সরকারি নির্দেশনা না মেনে চলায় চারজনকে দুই হাজার টাকা জরিমানা

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে মাস্ক না পড়া ও সরকারি নির্দেশনা না মেনে চলায় দুজন ব্যবসায়ী ও দুজন পথচারীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ধর্মপাশা থানার ওসি মো.খালেদ চৌধুরী,এসআই সুমনুর রহমান,সোহেল মাহমুদ, ইউএনও অফিসের অফিস সহকারী (নাজির) মোহাম্মদ হাসান প্রমুখ।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.