আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিকলীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

নিকলী প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক মো. হোসেন আলী (৩১) নিকলী উপজেলার জারুইতলা গ্রামের ওয়াহাব আলীর ছেলে। সোমবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে নিজ বাড়িতে ঘরের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পরপর স্থানীয় লোকজন নিকলী থানায় খবর দিলে থানার এসআই তানভীর আহমদের নেতৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হোসেন আলী একজন মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার যোগান দিতে তার অনেক ঋন হয়ে যায়। পাওনারদের চাপে দিশেহারা হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ