-
- সারাদেশ
- বন্যা ও নদী ভাঙ্গনে ১৭১পরিবারকে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ
- Update Time : জুলাই, ২৯, ২০২১, ১২:১১ অপরাহ্ণ
- 517 View

মোঃ ফরহাদ হোসেন-
সিরাজগঞ্জের চৌহালীতে বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় ১৭১পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার ও নগদ ৫শত টাকা করে অর্থ বিতরণ করা হয়েছে।
আজ ২৯শে জুলাই দুপুরে বাঘুটিয়া ইউনিয়নে চর বিনানুই বাজারে এই বিতরন করা হয়। অতিরিক্ত দায়িত্ব থাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মজনু মিয়া, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান কাহ্হার সিদ্দিকী, খাষপুখুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু দাউদ সরকার, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম সিকদার সহ সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ