আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর করলেন এমপি লিপি

 মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জায়গা, নির্মাণকৃত ঘরের কবুলিয়ত দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) কিশোরগঞ্জ- ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মামুদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক স্বপন সরকার প্রমুখ। পরে গৃহহীনদের মাঝে ২২টি ঘরের কবুলিয়ত দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ