আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোসেনপুরে বাল্যবিয়ে পণ্ড, বর ও কনে পক্ষকে অর্থদণ্ড

হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্যবিয়ে পণ্ড করে বর ও কনে পক্ষকে ৩৪ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার শাহেদল ইউনিয়নে।
 
জানা গেছে, হোসেনপুর উপজেলার শাহেদল এলাকার দাপুনিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রীর (১৫) সাথে পার্শ্ববর্তী গৃদান গ্রামের সিরাজ উদ্দিন শিরুর ছেলে জাহাঙ্গীর আলমের (২২) বিয়ের দিন ধার্য ছিল মঙ্গলবার।
 
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের আয়োজন পণ্ড করে দেন। পরে বর ও কনে পক্ষের পাঁচজনকে ৩৪ হাজার টাকা অর্থদণ্ড করেন।
 
১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে কনে পক্ষের অভিভাবকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ