প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২১, ৮:১১ পূর্বাহ্ণ
দুর্লঙ্ঘ্য পথ-সুলেখা আক্তার শান্তা

প্রতিদিন সংবাদ ডেস্ক:
হতাশার গ্লানি ঢেকে রেখেছে আমায়।
পাড়ি দিচ্ছি অজানা পথ।
জীবন আচ্ছাদিত কালো মেঘের ছায়ায় দুর্গম দুর্লঙ্ঘ্য পথ পার করে চলেছি।
অবিরাম হেঁটেই চলেছি পথের যেন নেই শেষ।
নিরবে বয়ে চলেছি আকণ্ঠ ব্যথাক্লান্তিতে অবসন্ন যখন হাঁপিয়ে উঠি পথে।
চারিদিকে দেখি ধু ধু প্রান্তর সীমাহীনক্লান্তি যেন আমায় ডাকছে অতি আপন সত্তায়।
বলে, ছাড়ছিনা তোমায়অতি আপন জন যে আমি তোমার।
এ দুর্গম পথ নিয়তি করে রেখেছি তোমারচেতনায় দৃঢ়তা বাধা অতিক্রমের সংকল্প।
জীবনীশক্তি একত্রে করে বাধাবিঘ্ন পাড়ি দিয়েআগামীর পথ চলবো আমি।
হতাশার কাছে এভাবে জীবনপরাজয় করে রাখবো না আর।
পিছুটান ছুঁড়ে ফেলে উজ্জ্বল প্রদীপ আনব ছিনিয়ে সেই দিশারীর আলো।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.