-
- কিশোরগঞ্জ, সারাদেশ
- কিশোরগঞ্জ সদরের নতুন ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিক
- Update Time : আগস্ট, ১৭, ২০২১, ২:৫৫ অপরাহ্ণ
- 503 View

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ কে এম মাসুদুজ্জামান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স ভবনে নবাগত ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিক দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণকালে নবাগত ইউএনওকে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এসিল্যান্ড সাগুফতা হক, সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক যুব উন্নয়ন কর্মকর্তা জেডএ শাহাদাৎ হোসেনসহ উপজেলা পর্যায়ে বিভাগীয় কর্মকর্তা কর্মচারীগণ। এর আগে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এ কর্মরত ছিলেন এই অফিসার।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ