আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে দৃর্বৃত্তদের হামলায় সেই আলোচিত হাছু নিহত

 
প্রতিদিন সংবাদ ডেস্ক:
কিশোরগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত হাছু বাহিনীর প্রধান মো. আবু হানিফ ওরফে হাছু (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ আগস্ট) ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের ধনাইল শ্যামনগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত মো. আবু হানিফ ওরফে হাছু কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। হত্যা, ডাকাতি, অপহরণ, ভূমিদস্যুতা, সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। এর মধ্যে কেবল কিশোরগঞ্জ সদর মডেল থানাতেই রয়েছে ১২টি মামলা। এগুলোর মধ্যে হত্যা, ডাকাতি, অস্ত্রবাজি, মাদক, পুলিশ এসল্ট, জমি দখল, নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলা রয়েছে। পার্শ্ববর্তী হোসেনপুর থানায় অস্ত্র আইনে ও জমি জবরদখলের একাধিক মামলা রয়েছে। এছাড়া মামলার বাইরেও তার বিরুদ্ধে অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে। তার নিহতের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সশস্ত্র অবস্থায় মো. আবু হানিফ ওরফে হাছু পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার চরপুমদী এলাকায় নিজের ফিসারিতে যায়। সেখানে তার অবস্থানের খবর পেয়ে ১০/১২ জনের একটি দুর্বৃত্তদল তার উপর চড়াও হয়। এ সময় হাছু ডাকাত দৌড়ে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। এক পর্যায়ে ধনাইল শ্যামনগর গ্রামের মদিনা ‘স’ মিলের দক্ষিণে দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে ফেলে এবং এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে হাছু ডাকাতের দুই হাত বিচ্ছিন্ন করে ফেলে এবং পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে যাওয়ার পর এলাকাবাসী উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, নিহতের নামে হত্যা, মাদক, পুলিশ এসল্ট, নারী নির্যাতন, অস্ত্র মামলাসহ ১২টি মামলা রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ