প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২১, ৪:১২ অপরাহ্ণ
বেলকুচিতে ইমাম ও মোয়াজ্জেনদের সাথে মতবিনিময় সভা
![]()
মোঃ ফরহাদ হোসেন-
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সন্ত্রাস, জংগীবাদ, মাদক ও বাল্যবিবাহ বন্ধে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহম্মেদ আরও উপস্থিত ছিলেন, ওসি গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ ৷
উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বলেন, "বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদক প্রতিরোধে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখতে অনুরোধ জানান"। পরিশেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত হয়।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.