আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সমাজসেবা উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

 

কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় হরিজন সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের ৫০ জন মহিলাকে ৫০ কর্মদিবস কম্পিউটার ও সেলাইয়ের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) শহর সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।

প্রশিক্ষন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজে সবার সাথে তাল মিলিয়ে যেন চলতে পারে সেই জন্য সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান, শহর সমাজসেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, শহর সমাজসেবা অফিসার শাহনাজ পারভিন, হাসপাতাল সমাজসেবা অফিসার জুবায়ের উল্লাহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক’সহ শহর সমাজসেবা অফিসের প্রশিক্ষক এবং কর্মচারীবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category