প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ জেলা দাবা লীগের শুভ উদ্ভোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা দাবা লীগ ২০২১ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বৃধবার(২৯শে সেপ্টেম্বর) সকাল ১০টা কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্হার আয়োজনে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম হল রুমে উৎসবমূখর পরিবেশে দাবা লীগ শুরু হয়।
এ সময় কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ল এন্ড ট্রাস্ট এর হেড অব চেম্বার হামিদুল আলম চৌধুরী নিউটন,কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিনসহ প্রতিযোগিবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিধি কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন দাবা একটি জনপ্রিয় ঠান্ডা মস্তিষ্কের ও বুদ্ধিমত্তার খেলা। কিন্তু এটা বিলিন হয়ে যাচ্ছে। এ খেলাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ থেকে বিশ্বমানের দাবারু বের করতে হবে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জর দাবা খেলার আয়োজন করা।
কিশোরগঞ্জ জেলার ১৫ টি ক্লাব অংশ নেয়।এই দাবা লীগের আয়োজন শেষ হবে আগামী ১ অক্টোবর ২০২১।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.