আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ‘যুব উন্নয়ন পরিষদ’র ৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস মুরগী পালন প্রশিক্ষণ সমাপ্ত

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মুজিববর্ষের অহবান, যুব কর্মসংস্থান এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের অবস্থিত যুব সংগঠন ‘যুব উন্নয়ন পরিষদ’র সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষতাবৃদ্ধিমুলক ৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। রবিবার সকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত করেন যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক মো. আমিনুল হক সাদী। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেড এ শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান,যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক শামীম, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন প্রমুখ।

প্রশিক্ষণে মহিনন্দ ইউনিয়নের ৩০ জন বেকার যুব ও যুব নারী অংশ নেন। প্রশিক্ষণশেষে সকল প্রশিক্ষণাথীগণকে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মাননা প্রদান করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ